শনিবার, ২৯ মার্চ, ২০২৫
01 Apr 2025 03:06 am
![]() |
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ ২০২৪ সালের ৪ আগষ্ট দুপচাঁচিয়ায় বৈষম্যবিরোধী অন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ মুনিরুল ইসলাম মুনিরের পরিবারকে শনিবার বিকেলে বগুড়ার কাহালুর বীরকেদার গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ঈদ সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সাম্পাদক ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির যুগ্ম পরিচালক ডক্টর মো. আব্দুল মজিদ, কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বীরকেদার ইউ পি চেয়ারম্যান ছেলিম উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
ঈদ সামগ্রী ও নগদ অর্থ প্রদানের পর শহীদ মুনিরুল ইসলাম মুনিরের কবর জিয়ারত করা হয়।